We will fetch book names as per the search key...
Seller | Price | |
---|---|---|
StoryMirror Best price | ₹30 | |
Amazon | Price not available | |
Flipkart | Price not available |
জীবনসরণির বিভিন্ন অজানা বাঁক পার হতে হতে বিবিধ অনুভূতি আমাদের মনে ছাপ রেখে যায় । মনের ঘরে কেটে যায় কখনও বা সাদা-কালো, ফ্যাকাশে দাগ কখনও বা রেখে যায় রঙীন জলছবির স্মৃতিচিহ্ন। আমাদের মনের গহীনে যে কত অসংখ্য স্তর আছে আর সেইসব স্তরের পরতে পরতে যে জড়িয়ে আছে কত কত অজস্র অনুভূতি তা আমরা নিজেরাই জানি না। মানুষের অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে প্রকৃতি। প্রকৃতি যেন অনুভূতির পরিপূরক। তাই, এই বইতে আমি আমার অসংখ্য সাবলীল অনুভূতিকে রূপদান করেছি আমার কবিতার মাধ্যমে আর সেইসব কবিতায় একাত্ম হয়ে রয়েছে আদি প্রকৃতি। আমার প্রকাশিত অনুভূতির সামান্য জলোচ্ছ্বাস যদি পাঠক হৃদয়ের বেলাভূমিকে সিক্ত করে তবে নিজেকে ধন্য মনে করব।