We will fetch book names as per the search key...
About the Book:
কবিতা গুলি পড়ার আগে এই বইটির জন্ম কথা একটু বলে নিই।
শ্রী রজনীকান্ত সেন, শ্রী সুকুমার রায় এবং ছন্দের জাদুকর শ্রী সত্যেন্দ্র নাথ দত্ত - এঁদের কবিতা পড়তে পড়তেই ছোট থেকে বড় হয়ে ওঠা। ছন্দ বরাবরই আমাকে আকর্ষণ করতো। স্কুল, কলেজের পড়াশোনা আর ফাঁকিবাজির ফাঁকে কখনো সখনো দু এক লাইন মাথায় আসতো, মিলিয়েও যেত।
চাকরি সূত্রে বহু বছর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়া, থাকা এবং নানান রকমের মানুষের সাথে মেলা মেশা।
ছন্দেরা আবার উঁকি ঝুঁকি মারা শুরু করে। এবার আর তাদের হারিয়ে না ফেলে পংক্তিবদ্ধ করে সাজিয়ে ফেলি। শুভানুধ্যায়ীদের উৎসাহে সেই ছন্দমিল আকার পায় কবিতার।
পারিপার্শ্বিক, সমকাল এবং বিশেষত মানুষের মনের ভিতর যে অনুভূতি জেগে বা ঘুমিয়ে থাকে তারাই আমার কবিতার আধার।
কবিতাগুলি পড়তে পড়তে পাঠক পাঠিকার ঠোঁটের কোণে যদি আলতো হাসি ফুটে ওঠে, অথবা চোখের কোল যদি খানিক ভিজে যায় তবেই আমার '১ এ ছন্দ' র ছন্দমিল সার্থক।
About the Author:
অমিত ঘোষাল,শাল মহুল আর লালমাটির স্বপ্নের দেশ, ঝাড়গ্রামের ভূমিপুত্র। বরাবরই মেধাবী ছাত্র অমিত,ছোটবেলা থেকেই যুক্তিবাদী,ভালো অভিনেতা এবং সুবক্তা। মফস্বলের আর্থসামাজিক অবস্থা এবং তার মেধা তাকে ইঞ্জিনিয়ারিং পড়াশুনোর দিকে ঠেলে দিলেও মৌলিক রচনার ইচ্ছে সে সবসময় মনের মধ্যে লালন করে এসেছে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, আই আই টি খড়্গপুর থেকে স্নাতকোত্তর, দেশ বিদেশ মিলিয়ে দুই দশকের বেশী পেশাদার জীবন, বহুজাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বএবং আনুষঙ্গিক হাজার ব্যস্ততা সত্ত্বেও অমিত কাজের ফাঁকে লেখা লিখি করার অভ্যেস টা কখনোই ছাড়েনি। বরং এই অভ্যেসই তাকে জুগিয়েছে পেশাদারি জীবনের ক্লান্তি আর একঘেয়েমির মাঝে প্রয়োজনীয় অক্সিজেন।
শুরুর দিকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনই ছিল অমিতের পাঠক পাঠিকা এবং গুণগ্রাহী। তবে গত কয়েক বছর যাবৎ সে ডিজিটাল প্লাটফর্মেও লিখছে এবং এই মাধ্যমে তার বেশ কিছু লেখা দারুন জনপ্রিয় হয়েছে।
গল্প আর কবিতা ছাড়াও অমিত ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে থাকে।
ইংরেজি মাধ্যমে পড়শোনা করা পুত্র আর্য কে বাংলা সাহিত্যের অতুল ঐশ্বর্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে অমিত ইদানীং অনুবাদ শুরু করেছে। এরমধ্যে সুকুমার রায়ের আবোল তাবোল থেকে তার করা কয়েকটি কবিতার ইংরেজী অনুবাদ রীতিমতো সুপাঠ্য।
তবে সাহিত্যের যে ধারা অমিতের মনের সবচেয়ে কাছাকাছি তা হলো বাংলা ভাষায় ছন্দ মিলিয়ে কবিতা লেখা। তার লেখা এইরকমই তিরিশটি কবিতার সংকলন হলো '১ এ ছন্দ' বইটি।
আশা করি আপনাদের সবার ভালো লাগবে।