We will fetch book names as per the search key...
স্টোরিমিরর বাংলার নিবেদন: আমাদের প্রথম পূজাবার্ষিকী ১৪২৭
এবছরটা সবকিছুই একটু অন্যরকম। করোনার হানায় থমকে যাওয়া পৃথিবী আবার আসতে আসতে সচল হওয়ার চেষ্টা করছে। আর আকাশে এখন সাদা মেঘের ভেলা আর গ্রাম বাংলায় ঝোপে ঝাড়ে ফুটে উঠেছে কাশফুল। ভোরবেলায় অনেকের বাড়ির উঠানে বা বাগানে পড়ে থাকছে শিউলি ফুলের রাশি। আর এই চিহ্ন গুলোই বাংলার মানুষদের বলে দেয় যে মা আসছেন। মা অর্থাৎ দেবী দুর্গা। মহালয়ার দিন থেকে যার আগমনের সূচনা হয় এই মর্তধামে।এর মা এর এই আগমন কে ঘিরে বাংলায় সবার মনেই এক আনন্দের জোয়ার আসে। দুর্গাপুজো এমন একটা উৎসব যার জন্য একমাত্র পুজোর স্বাদ নিয়ে আলাদা করে গান,লেখা,আঁকা তৈরি হয়। আর শারদউৎসবে পুজোবার্ষিকী থাকবে না সেটা তো হয় না। এ বছর অনেক কিছুই ডিজিটাল মাধ্যমে যাচ্ছে।তাই স্টোরিমিরর এর তরফ থেকে এ এক দারুন ব্যাপার কারন এটা স্টোরিমিরর এর প্রথম পুজোবার্ষিকী।
পুজোর দিনগুলোয় এ বছর তো আর সেভাবে বেরোনো নেই তাই টুক করে ফোন বা ট্যাবে ডাউনলোড করে নেওয়া এই পুজোবার্ষিকী টার স্বাদ নিতে নিতে উপভোগ করাই যায় দুর্গাপুজোর আনন্দ। আমরা বাঙালিরা যারা বই পড়তে ভালোবাসি তাদের কাছে পুজোবার্ষিকী ঠিক কাশফুলের মতোই গুরুত্বপূর্ণ।কারণ এখানে থাকে একদম অসাধারণ টাটকা কিছু মনের খোরাক।যা গোটা দেবিপক্ষে মন কে আচ্ছন্ন করে রাখে। তাই স্টোরিমিরর এর বন্ধুদের জন্য এবারের পুজোয় রইলো এক চিরাচরিত অনন্য উপহার যার স্বাদ এই করোনা হানাতেও বিন্দুমাত্র কমবে না।